৮ এপ্রিল, ২০২০ ১৩:০৩

সুনামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে মৃত যুবকের নমুনা সংগ্রহ, দাফন সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে মৃত যুবকের নমুনা সংগ্রহ, দাফন সম্পন্ন

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তরপুর গ্রামে জ্বর ও শ্বাসকষ্টে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।

 
এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর কারণে মৃতের বাড়িসহ গ্রামের ১২টি বাড়ি লকডাউন করে রেখেছে উপজেলা প্রশাসন। 

অন্যদিকে, স্বাস্থ্য বিধি অনুযায়ী বুধবার দুপুরে গ্রামের কবরস্থানে স্বাস্থ্য বিভাগের কর্মী ও প্রশাসনের উপস্থিতিতে তার দাফন সম্পন্ন হয়েছে।

স্বজনরা জানান, গত ২৬ মার্চ ওই যুবক নরসিংদী থেকে ইটভাটার কাজ শেষ করে গ্রামের বাড়িতে আসেন। তখন থেকেই  জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে স্থানীয়  ডাক্তারের কাছে নিয়ে যান স্বজনরা। পরে রাত সোয় নয়টার দিকে মারা যান তিনি। 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, জ্বর ও শ্বাসকষ্টে এক যুবকের মৃত্যুর পর আশপাশের ১২ বাড়ি  লকডাউন করা হয়েছে।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, ওই যুবকের মৃতদেহ থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার পর তার দাফন সম্পন্ন হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর