গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে গাইবান্ধা জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫টা থেকে এটি কার্যকর হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, গাইবান্ধার সভার সিদ্ধান্ত ও সিভিল সার্জনের সুপারিশক্রমে গাইবান্ধা জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোন জেলায় গমন করতে পারবে না।
জেলার আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরকম নিষেধাজ্ঞা বলবৎ হবে। তবে জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবর্হিভুত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন