চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনাভাইরাসের সংগ্রহ করা নমুনার ৩৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ। বাকি ৩২ জনের করোনা নেগেটিভ। আক্রান্ত ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলার। নতুন করে নমুনা সংগ্রহ করা ৬০ জনের রিপোর্ট ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১১ জন। এর মধ্যে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরে রিপোর্ট পজেটিভ জানা গেছে।
এছাড়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৪ জন ভর্তি রয়েছেন। জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ থেকে আগত ১ হাজার ২৬৩জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন