কিশোরগঞ্জে নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বুধবার ২৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৮ জনের কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার বিকালে এ তথ্য জানিয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে বাজিতপুরে ২ জন, কুলিয়ারচরে ৩ জন, তাড়াইলে ২ জন, অষ্টগ্রামে ১ জন, মিঠামইনে ৩ জন, কটিয়াদীতে ১ জন, নিকলীতে ১ জন ও ভৈরবে ৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫২ জন।
এদিকে করোনার উপসর্গ নিয়ে হোসেনপুরে ৯ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পানান গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরে স্বাস্থ্য বিভাগ থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন