প্রাণঘাতী করোনাভাইরাস চীন গবেষণাগারে তৈরি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও করা নাকচ করলো চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, মার্কিন অভিযোগ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও কয়েকবার বলেছে যে, ল্যাবরেটরিতে এই ভাইরাস তৈরির কোনো প্রমাণ নেই। এছাড়া, বিশ্বের বহু প্রখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞ মার্কিন এই কথিত দাবির ভিত্তি নেই বলে বিশ্বাস করেন।
এর আগে মাইক পম্পেও এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই বলেছেন, চীনের উহান শহরের একটি গবেষণাগারে প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ তৈরি করা হয়েছে। এ বিষয়ে ঝাও লিজিয়ান আরও বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপারে চীনের অবস্থান সবসময় সুস্পষ্ট এবং সেটি হচ্ছে- চীন মনে করে করোনাভাইরাসের বিষয়টি সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক বিষয় এবং এটি বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের গবেষণার মাধ্যমে নির্ধারিত হতে হবে। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উহানের ল্যাবরেটরিতে এই ভাইরাস তৈরি হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে আমেরিকা।
বিডি-প্রতিদিন/শফিক