চট্টগ্রাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে মারা যান। তিনি নগরের পাহাড়তলী থানার সাড়াইপাড়ার বাসিন্দা।
বিআইটিআইডি সূত্রে জানা যায়, নিউমোনিয়ার শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার এ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষায় তার রিপোর্টে পজেটিভ আসে। নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গায় তাকে দাফন করা হয়। স্বাস্থ্য প্রশাসন তার পরিবারের সঙ্গে কথা বললে তারা সম্মতি দিয়েছেন।
বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী বলেন, ‘নিউমোনিয়ার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক রোগী গতকাল সকালে মারা যান। গত বৃহস্পতিবার রাতেই নমুনা পরীক্ষার পর তার করোনাভাইরাস শনাক্ত হয়।’
জানা যায়, চট্টগ্রামে বর্তমানে ৩৩ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন মারা যান। বর্তমানে করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ২৮ জন। তাদের মধ্যে নগরীর দামপাড়ার পাঁচজন, সাগরিকার ছয়জন, সরাইপাড়ার একজন, হালিশহরের একজন, ফিরিঙ্গাবাজারের একজন, গোলপাহাড়ার একজন, পাহাড়তলী সিসিএ মার্কেটের একজন, কাতালগঞ্জের একজন, উত্তর কাট্টলীর একজন, বন্দর নিমতলার একজন, সাতকনিয়া উপজেলার ইছামতি আলীনগরের আটজন, সীতাকুন্ড গোডাউন রোডের একজন, পটিয়া পৌরসভার একজন ও কাগজি পাড়ার একজন, বোয়ালখালী উপজেলায় সায়রাতলীর একজন এবং আনোয়ারা উপজেলার ওষখাইনের একজন।
বিডি প্রতিদিন/হিমেল