ঢাকায় পুলিশের চাকুরি থেকে ছুটিতে বগুড়ায় গ্রামের বাড়িতে ফিরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কন্সটেবল (২৯)। তার নমুনা পরীক্ষায় পজেটিভ হলে বৃহস্পতিবার রাত দেড়টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করানো হয়।
এই ঘটনার পরপরই রাত থেকেই আক্রান্ত ব্যক্তির পরিবারসহ পুরো আদমদিঘি উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই পুলিশ কনস্টেবলের বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের শাঁওইল গ্রামে।
বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল্লাহ দেওয়ান জানান, ঢাকায় কর্মরত ওই পুলিশ কনস্টেবল ১০ এপ্রিল গ্রামের বাড়িতে আসেন। তার তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না। শুধু কাশি ছিল।
তাই কাশির ওষুুধ নেওয়ার জন্য তিনি ১৩ এপ্রিল আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই দিন তার নমুনা সংগ্রহ করে পরদিন বগুড়ায় পাঠানো হয়। আর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। পরে ১৬ এপ্রিল রাতে তার নমুনা রিপোর্টে করোনা ভাইরাস পাওয়া যায়।
করোনায় আক্রান্ত ওই পুলিশ সদস্যের পরিবার সূত্রে জানানো হয়েছে, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত। এর আগে তিনি জামালপুরে র্যাবে কর্মরত ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি তিনি ডিএমপিতে যোগ দেন।
বিডি প্রতিদিন/ আল আমীন