বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিলো স্পেনের পার্লামেন্ট। তাতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তৃতীয়বার জরুরি অবস্থা জারি করলো স্পেন।
গত ১৪ মার্চ প্রথমবার জরুরি অবস্থা জারি করা হয়। লোকজনের চলাফেরা ও ব্যবসা বাণিজ্যে কড়াকড়ি আরোপ করা হয়। দেশবাসীকে ঘরের বাইরে যেতে মানা করা হয়। নতুন ঘোষণায় জরুরি অবস্থা বাড়লো ৯ মে পর্যন্ত। তাতে মোট ৮ সপ্তাহ দেশের মানুষকে ঘরে থাকতে হচ্ছে।
স্থানীয় সময় বুধবার সকালে এক বক্তব্যে আরেকবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ‘এই মেয়াদ বাড়ানোটা অন্যগুলোর চেয়ে আলাদা। এই প্রথমবার সতর্ক থেকে আশা জাগানিয়া ভবিষ্যৎ দেখতে পেয়েই সিদ্ধান্ত নিলাম।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাইরের কারো কাছ থেকে যেন করোনা সংক্রমণ না হয় সেজন্য স্পেনের ভেতরে ও বাইরে লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সরকার।
তিনি যোগ করেছেন, ‘আমরা এখন কোনো ভুল করলে, কোনো চ্যালেঞ্জে ব্যর্থ হলে দীর্ঘ সময় এবং বছরগুলোতে আমাদের মাশুল গুনতে হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ