কুমিল্লার মনোহরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছিলেন। বর্তমানে হোম আইসলোশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করার প্রস্তুতি চলছে। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, দেশে করোনাভাইরাসের প্রভাব শুরু হওয়ার পর থেকে মনোহরগঞ্জে করোনা সচেতনতায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তৎপরতা ছিল লক্ষ্যনীয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কুমিল্লা জেলায় একমাত্র করোনা সংক্রমণ বিশেষজ্ঞ ডা. নিসর্গ মেরাজ যেখানেই উপসর্গের সংবাদ পেয়েছেন তাৎক্ষনিক সেখানে নিজে ছুটে গিয়ে আবার কোথায়ও টিম পাঠিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও নমুনা সংগ্রহ করেছেন।
মনোহরগঞ্জে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পর্যন্ত ৬৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩০ জনের। তাদের মধ্যে বৃহস্পতিবার একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। বাকী ২৯ জনের রিপোর্ট নেগেটিভ। এখনো রিপোর্ট আসেনি ৩০ জনের।
উপজেলায় একমাত্র করোনা রোগীর বয়স ৫০ বছর। তিনি ঢাকায় ডিমের আড়তে চাকুরি করতেন। গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি মৈশাতুয়া ইউনিয়নের নিজ বাড়িতে আসার পর করোনার উপসর্গ দেখা দেয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে আইসিডিআর থেকে প্রেরিত রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত রোগীর পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে বলে সূত্র জানায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কুমিল্লা জেলার একমাত্র করোনা সংক্রমণ বিশেষজ্ঞ ডা. নিসর্গ মেরাজ চৌধুরী মনোহরগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তাকে হোম আইসলোশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে অবস্থানের পরামর্শ দেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ