চীনের সীমানা পেরিয়ে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে ইতালিতে। দেশেটিতে মৃতের সংখ্যা প্রায় ২৬ হাজার। দেশজুড়ে প্রায় একমাস ধরে কঠোর লকডাউন চলছে। এমনই এক সময়ে সে দেশের সামনে নতুন একটি বিপদ হাজির হয়েছে। যার নাম 'মন খারাপ'।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চোখের সামনে একের পর এক লাশের মিছিল এবং দীর্ঘ লকডাউনে ইতালির বাসিন্দাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ওই জোড়া নেতিবাচক ঘটনা তাঁদের মনে প্রবল বিরূপ প্রভাব ফেলেছে। যা থেকে বাড়ছে নানা মানসিক অসুস্থতা। এখনই বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব দিয়ে দেখা না হলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
ইতালিতে মানসিক স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস। তাদের পরিচালিত একটি কেন্দ্রের মনোবিদরা সংবাদসংস্থা বিবিসি'কে যে তথ্য জানিয়েছেন তা থেকেই আসন্ন নয়া বিপদের আভাস পাচ্ছেন অনেকে। ওই স্বাস্থ্য কেন্দ্রের মনোবিদরা জানিয়েছেন, মানসিক বিপর্যয়ের সম্মুখীন অসংখ্য মানুষ তাঁদের ফোন করে নিজের সমস্যা জানাচ্ছেন। আর অনেকের কথাবার্তায় ধরা পড়ছে অস্বাভাবিকতা। এই সংখ্যাটা ক্রমশ বেড়ে চলেছে।
তাঁরা আরও জানাচ্ছেন, দিনের পর দিন ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকাটা অনেকের কাছে জেলখানায় বন্দি থাকার মতোই কষ্টদায়ক হয়ে উঠেছে। এদের মধ্যে কেউ একাকীত্ব, অবসাদে ভুগছেন। অনেক ব্যক্তিকে আবার গ্রাস করেছে করোনা আতঙ্ক। এমনকী অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন রেডক্রসের মনোবিদরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ