মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইঞ্জিনিয়াররা এবার বিশেষ এক ধরনের ভেন্টিলেটর তৈরি করল। কোভিড-১৯ রোগীদের চিকিৎসার কথা মাথায় রেখেই উচ্চ-চাপের এই ভেন্টিলেটর তারা বানিয়েছে বলে নাসার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ভাইটাল (VITAL), অর্থাৎ ভেন্টিলেটর ইন্টারভেনশন টেকনোলজি অ্যাকসেসিবল লোক্যালি। গতসপ্তাহেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণও হয়েছে নাসার এই ডিভাইসটি। আমেরিকায় করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নিউ ইয়র্কের Icahn School of Medicine ছাড়পত্রও জোগাড় করে নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (JPL)-র ডিরেক্টর মাইকেল ওয়াটকিনস বলেন, আমরা আসলে মহাকাশযানের বিষয়ে বিশেষজ্ঞ। মেডিক্যাল ডিভাইস তৈরি করি না। কিন্তু, এখন চারপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, চিকিত্ৎসকদের পাশে দাঁড়ানো উচিত। সেই ভাবনা থেকে JPL এই ভেন্টিলেটরটি তৈরি করে।
এখন জরুরি অবস্থায় ব্যবহারের জন্য এই ডিভাইসটি এফডিএ অনুমোদন করলেই আর কোনও বাধা থাকবে না। নাসার পক্ষ থেকে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে। এদিক, Icahn School of Medicine-এর অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথু লেভিন কিন্তু এই ডিভাইস নিয়ে উচ্ছ্বসিত।
নাসা জানিয়েছে, বর্তমানে হাসপাতালগুলোতে যে ভেন্টিলেটর আছে, এটি তার পরিবর্ত নয়। ওই ভেন্টিলেটরগুলো আগের মতোই থাকবে। তাদের VITAL ডিভাইস শুধুমাত্র করোনারোগীদের কথা মাথায় রেখেই বানানো। যাদের সমস্যা তীব্র নয়, তাদের ক্ষেত্রে এই ডিভাইসে কাজ হবে। কিন্তু, অতিসংকটজন রোগীদের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ভেন্টিলেটরই লাগবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ