২ জুন, ২০২০ ১০:০১

নিকোটিন দিয়ে করোনার চিকিৎসা!

অনলাইন ডেস্ক

নিকোটিন দিয়ে করোনার চিকিৎসা!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি জানিয়েছে, তামাক প্রতি বছর ৮০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়। এরমধ্যে ৭০ লাখের বেশি মানুষ সরাসরি তামাক ব্যবহারের কারণে প্রাণ হারান এবং তাদের সংস্পর্শে আসার কারণে প্রাণ হারান প্রায় ১২ লাখ। গত ৩১ মে তামাক মুক্ত দিবসে তামাক মুক্ত বিশ্বের অঙ্গীকার করা হয়েছে। 

তামাক সরাসরি ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে যা করোনাভাইরাসের ঝুঁকিকে বাড়িয়ে তোলে। করোনা ফুসফুসে আক্রমণ করে এবং ধুমপায়ীদের ফুসফুস সে আক্রমণ ঠেকাতে অধূমপায়ীদের তুলনায় বেশি ঝুঁকির মধ্যে থাকে।

এরমধ্যে খবর বেরিয়েছে করোনা রোগীর চিকিৎত্সায় সিগারেটের নিকোটিন ব্যবহারের কথা ভাবছেন ফ্রান্সের এক দল গবেষক। বিষয়টি নিয়ে আরো উচ্চ পর্যায়ের গবেষণাও চলছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর