৬ জুলাই, ২০২০ ০৮:৩৮

ইরানে করোনা পরিস্থিতির চরম অবনতি, একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

ইরানে করোনা পরিস্থিতির চরম অবনতি, একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

ইরানে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশটিতে এবার একদিনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ইরানের সরকারি তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৯ জুন ১৬২ জনের মৃত্যু দেখেছিল ইরান।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত কভিড-১৯ রোগে ইরানে মোট ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জন শনাক্ত হয়েছেন। মৃত্যু ১১ হাজার ৫৭১ জনের। সেরে উঠেছেন দুই লাখের বেশি মানুষ।

এখন পর্যন্ত গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ৬৪১ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হলেন ৬৫ লাখ ৩৪ হাজার ৮৫১ জন।

আক্রান্ত এবং মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আবার ৫০ হাজারের বেশি মানুষ শনাক্ত হয়েছেন। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, এদিন চতুর্থ সর্বোচ্চ ৫২ হাজার ২২৮ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ২৭১ জন।

 ওয়ার্ল্ডওমিটারের হিসাবে (রিয়েল টাইমে) এই দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৫৬৯ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮৯ হাজার ৫৬৪ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৬ লাখ ৪ হাজার ৫৮৫ জন। মারা গেছেন ৬৪ হাজার ৯০০ জন। সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৫ জন।

আক্রান্তে তিন নম্বরে উঠে এসেছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৬ লাখ ৯৭ হাজার ৮৩৬ জন, মৃত্যু ১৯ হাজার ৭০০ জনের।

রাশিয়া সরকারের দেয়া তথ্যানুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১, মৃত্যু ১০ হাজার ১৬১ জনের।

পাঁচ নম্বরে থাকা পেরুতে ৩ লাখ ২ হাজার ৭১৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ হাজার ৫৮৯ জন।

স্পেনে ২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩৮৫ জন মারা গেছেন।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর