৭ জুলাই, ২০২০ ০৯:০০

করোনার লক্ষণ নিয়ে টেস্ট করালেন ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

করোনার লক্ষণ নিয়ে টেস্ট করালেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ফাইল ছবি

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। সে কারণে সোমবার তিনি আবারও করোনার টেস্ট করিয়েছেন। 

গতকাল ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে ব্রাজিলে প্রেসিডেন্টের শ্বাসকষ্টসহ করোনার বেশ কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে। শরীরে জ্বরও আছে।

সে কারণে সোমবার তিনি করোনা টেস্ট করান। ফুসফুসও টেস্ট করান। এরপর প্রেসিডেন্ট প্যালেসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি করোনা টেস্ট করিয়েছি। ফুসফুস টেস্ট করিয়েছি। আমার ফুসফুস পরিস্কার। কোনো সমস্যা নেই।’

উল্লেখ্য, করোনার ব্যাপারে বরাবরই উদাসীন জাইর বোলসোনারো। করোনাকে তিনি সাধারণ ফ্লু হিসেবেই বিবেচনা করছেন শুরু থেকে। করোনার সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করারও বিপক্ষে ছিলেন তিনি। করোনা নিয়ে তার এমন উদাসীনতার কারণে দুইজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তারপরও তিনি করোনাকে গুরুত্বের সঙ্গে দেখেননি।

সূত্র: আল জাজিরা


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর