১২ জুলাই, ২০২০ ১৫:২৭

নভেম্বরে মানবদেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালাতে চায় থাইল্যান্ড

অনলাইন ডেস্ক

নভেম্বরে মানবদেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালাতে চায় থাইল্যান্ড

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে নোভেল করোনাভাইরাসের সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের পরিকল্পনা করছে থাইল্যান্ড। আগামী নভেম্বরে এটি মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হতে পারে জানিয়েছেন থাই গবেষকেরা। 

এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

আগামী বছরের মধ্যে ব্যবহারের জন্য টিকা প্রস্তুত করার লক্ষ্য থাই গবেষকদের। ১০ হাজার ডোজ বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। প্রাণীর উপর পরীক্ষা চালিয়ে আশাব্যঞ্জক ফল পেয়েছেন গবেষকেরা। এবার পরের ধাপে মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ করা হবে বলেছেন ব্যাংককের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডিরেক্টর কিয়াট রুক্সরুংথাম।

এক সংবাদ সম্মেলনে কিয়াট বলেছেন, ‘শুরুতে আমরা এই পরীক্ষা জুনে করতে চেয়েছিলাম, কিন্তু সবকিছু পরিকল্পনামতো করে সহজ ছিল না।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর