১২ জুলাই, ২০২০ ২১:৩০

যে ৪ দেশে হতে পারে চীনের করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা

অনলাইন ডেস্ক

যে ৪ দেশে হতে পারে চীনের করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষা

প্রতীকী ছবি

করোনা দুর্যোগের এই পর্যায়ে এখনও আলোর মুখ দেখেনি কোনও ভ্যাকসিনের গবেষণা। তবে করোনার ভ্যাকসিন তৈরির দৌড়ে এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম চীনা কোম্পানি ক্যানসিনো বায়োলোজিস এবার চূড়ান্ত ট্রায়ালে যাচ্ছে। সম্ভাব্য ভ্যাকসিনটির তৃতীয় ধাপের অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চালানোর জন্য চারটি দেশের সঙ্গে আলোচনার করছেন।

জানা গেছে, দেশ চারটি হলো রাশিয়া, ব্রাজিল, চিলি এবং সৌদি আরব। করোনা সংক্রমণ রোধে চীনের সাফল্যের কারণে বৃহৎ পরিসরে ভ্যাকসিনের ট্রায়াল পরিচালনায় মনযোগ দিতে পারছে দেশটি। ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে থাকা দশটির বেশি প্রতিষ্ঠানের মধ্যে চারটিই চীনের।

ক্যানসিনোর নির্বাহী পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা কিউ ডংক্সু চীনের পূর্বাঞ্চলীয় শহর সুজহুতে আয়োজিত এক অ্যান্টিভাইরাল ড্রাগ কনফারেন্সে গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছেন। চীনে প্রথমবারের মতো গত মার্চে করোনাভাইরাসের সম্ভাব্য যে ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগ করা হয় সেটি ক্যানসিনোর তৈরি এড৫-এনকভ। 

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর