সিঙ্গাপুরে লকডাউন তুলে নেওয়ার পরে একদিনে সর্বোচ্চ ৫১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ হাজার ৮৮৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৪৫ হাজার ১৭২ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
নতুন যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে দুই জন ডরমেটরির বাহিরে বসবাস করা ওয়ার্কপাস হোল্ডার এবং ৬ জন অন্যান্য দেশ থেকে আসা যারা স্টেহোম নোটিশের অন্তর্ভুক্ত ছিল। আর বাকিরা সবাই অভিবাসী শ্রমিক।
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় গঠিত মাল্টি-মন্ত্রণালয়ের টাস্কফোর্সের সহ-সভাপতি জাতীয় উন্নয়ন মন্ত্রী লরেন্স ওয়াং বলেছেন, সমস্ত অভিবাসী কর্মীদের ডরমেটরি গুলো আগামী ৭ আগস্টের মধ্যে করোনাভাইরাস মুক্ত করা হবে। তবে ২৮ হাজার শ্রমিক বাদ দিয়ে যারা এখনও আলাদা স্থানে কোয়ারেন্টাইনে রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী গান কিম ইয়ং বলেছেন, গুরুত্ব সহকারে নির্মাণ শিল্পকে পর্যবেক্ষণে রাখতে হবে। নির্মাণ শিল্পের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দেখতে পাচ্ছি। তাই বড় ক্লাস্টার যেন না হয় তা নিশ্চিত করার জন্য আমাদের সাবধানতার সাথে নজর রাখা দরকার।
সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহ আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি হতে পরে। পরবর্তীতে আবার কমে আসবে বলে আশা করা যায় এবং অভিবাসী শ্রমিকরা খুব দ্রুত কাজে যোগ দিতে পারবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন