৫ আগস্ট, ২০২০ ১৫:০৪

দিনাজপুরে আরও ৭৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও ৭৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

প্রতীকী ছবি

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৬৪ জনে।

এদিকে, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় ৩৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বুধবার (৫ আগস্ট) দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ নতুন করে ৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদরে ২৫ জন, বিরামপুরে ১৫ জন, বিরলে ১৪ জন, ফুলবাড়ীতে আট জন, নবাবগঞ্জে পাচঁ জন, হাকিমপুরে চার জন, চিরিরবন্দরে তিন জন, পার্বতীপুর, কাহারোল ও বীরগঞ্জে এক জন করে রয়েছেন।

তিনি আরও জানান, ফুলবাড়ী উপজেলার বাসিন্দা আমজাদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তিনি করোনা উপসর্গ নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ৩ আগস্ট তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় এক হাজার ৮৬৪ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ২৯৬ জন। আর মারা গেছেন ৩৯ জন।

বিডি প্রতিদিন/এজে

সর্বশেষ খবর