মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের আক্রমণ দমনে অস্ট্রেলিয়া নিয়েছে সকল প্রকার শক্ত এবং সর্বোচ্চ অবস্থান। করোনা মোকাবেলায় জাতীয় ও রাজ্য সরকার ঘোষণা করেছে বিভিন্ন রকম সরকারি প্রণোদনা। তার মধ্যেও অস্ট্রেলিয়ায় করোনায় একদিনে সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন।
করোনা মোকাবেলায় দেশটিতে মাস্ক পরিধান বাধ্যতামূলক-লকডাউন-সেনাবাহিনী মোতায়েনসহ জরিমানা ২০০ ডলার থেকে ৫ হাজার ডলার বাড়ানো হয়েছে। ফলে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তবে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। দিনের পর দিন লম্বা হচ্ছে মৃতের সারি।
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর আজ অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত ৭৩৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৩৬ জন। এছাড়াও করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ হাজার ১৬৯ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ৩ হাজার ২৩০ জন। তার মধ্যে আইসিওতে আছে ২৭ জন।
এদিকে করোনায় দেশটিতে তিন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়েছেন দুই জন এবং চিকিৎসাধীন আছেন এক জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন