করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে ভাইরাস নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নতুন করে লকডাউন ঘোষণা করা প্রয়োজন বলে আঙ্কারার চিকিৎসকরা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের উৎস এখন আঙ্কারা। সংক্রমণ বাড়ার পরও কর্তৃপক্ষ গত সপ্তাহে জানিয়েছিল, লকডাউন ঘোষণার কোনো পরিকল্পনা নেই।
আঙ্কারার হাসেত্তিপে মেডিকেল অনুষদের অধ্যাপক মুস্তফা ক্যানকারতারান বলেছেন, ‘আঙ্কারা এখন উহান হয়ে গেছে। ১০ থেকে ১৪ দনের লকডাউন আরোপ করা উচিত। স্বাস্থ্যসেবা সামর্থ্য ধারণক্ষমতাকে অতিক্রম করত পারে।’
তিনি বেসরকারি স্বাস্থ্য ইউনিটসহ সব মেডিক্যাল সেন্টার খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছর চীনের উহান শহর থেকেই সারা বিশ্বে ছড়ানো হয় করোনাভাইরাস।
দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আঙ্কারায় ধারণার চেয়ে দ্রুত গতিতে করোনার সংক্রমণ ঘটছে। করোনার বিস্তার রোধে বর্তমানে যে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে তা প্রত্যাশিত ফল দিচ্ছে না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ