ফিনল্যান্ডের হেলসিংকি-ভান্তা বিমানবন্দরে গন্ধ শুঁকে করোনাভাইরাস শনাক্তের কাজে লাগালো হয়েছে বেশ কিছু কুকুরকে। একটি গবেষণা প্রকল্পের অধীনে ১৫টি কুকুর ও ১০ জন ইনসট্রাক্টরকে পরীক্ষামূলকভাবে এ কাজে লাগানো হয়েছে।
প্রকল্পের প্রধান এবং ইউনিভার্সিটি অব হেলসিংকির অধ্যাপক আনা হেইম-বর্কমান জানিয়েছেন, যারা পাঁচ দিন ধরে করোনা বহন করছেন, তাদের গন্ধ শুঁকে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করতে এই কুকুরগুলো সক্ষম।
তিনি বলেন, ওরা (কুকুর) খুবই দক্ষ (করোনাভাইরাস শনাক্তে)। প্রায় শতভাগ প্রমাণ (কুকুরের দক্ষতার) আমরা পেয়েছি। কাপড় দিয়ে যাত্রীদের ঘাড় মুছে, সেই কাপড় শুঁকতে দেওয়া হয় কুকুরগুলোকে। কয়েক মিনিটের মধ্যেই ফলাফল জানিয়ে দেয় ওরা।
পরীক্ষামূলক এ প্রকল্পের ফলাফল নিখুঁত হিসেবে ধরে নেওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন বলে বিশেষজ্ঞদের অভিমত। অবশ্য ভান্তার ডেপুটি মেয়র তিমো আরোকিতোর বেশ আশা। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের কুকুর যাত্রীদের আশপাশে ঘুরে-ফিরেই করোনা শনাক্ত করতে পারবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ