২৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:২১

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১০ লাখ

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১০ লাখ

সারা বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ৯ লাখ ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে শনাক্ত ৫৫ হাজার। মধ্য আগস্টের পর থেকে যেটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। একদিনে মৃত্যু ৭৩৭।

অন্যদিকে ২৪ ঘণ্টায় ৮৯ হাজার শনাক্তে ভারতে মোট শনাক্ত এখন প্রায় ৬০ লাখ। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ১১শ ২৩ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৯৫ হাজার মানুষ। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত ৩ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

সর্বশেষ খবর