দুই এমপিসহ সংসদের আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টার সূত্র এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, সংসদের নিয়মিত করোনা টেস্টের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
নতুন আক্রান্তরা হলেন মুন্সিগঞ্জ-২ আসনের সাগুফতা ইয়াসমিন এমিলি ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) সাহাদারা মান্নান, সাগুফতা ইয়াসমিন এমিলির ব্যক্তিগত সহকারী নাসির উদ্দিন। অন্যরা হলেন কর্মরত বাদশা মিয়া, শাওন ও বিউটি বেগম।
সূত্র জানায়, আক্রান্তরা সবাই ভালো আছেন। এমপি ও সংসদে কর্মরতদের নমুনা নেয়ার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পরীক্ষা করার পর তাদের পজিটিভ আসে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ