দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৯২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৩৪ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো চার লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ১৯১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩১৬ জনের করোনা পজিটিভ হয়।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩৬ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রংপুর বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দু’জন রয়েছেন। এছাড়া খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এরা সবাই হাসপাতালেই মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৭৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৪ হাজার ৫৪১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮২ হাজার আটজন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৫৩৩ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর