করোনাভাইরাসে ইরানে দৈনিক মৃত্যুর সংখ্যা দুইশ'র নিচে নেমে এসেছে। শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে ১৭৮ জন মারা গেছেন।
গত কয়েক মাসের মধ্যে এই প্রথম ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দুইশ'র নিচে নেমে এলো। গতকাল করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ২১২। ইরান সরকার করোনা মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ আরোপ করার পর মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই কমছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানিয়েছেন, আজ নতুন করে ৭ হাজার ১২১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট লাখ ৬৫ হাজার ৪৭৪ জন। মারা গেছেন ৫৩ হাজার ২৭৩ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত তিন লাখ ১৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন