যুক্তরাস্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রকাশ্যে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা নিলেন। তার সঙ্গে টিকা নিয়েছেন তার স্ত্রী ক্যারেন ও সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস।
শুক্রবার সকালে হোয়াইট হাউজের নির্বাহী কার্যালয় ভবনে তারা টিকা নেন। সেই দৃশ্য টেলিভিশনে সরাসরি দেখানো হয়।
এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, টিকার সুরক্ষা ও কার্যকারিতা বিষয়ে আমেরিকাবাসীকে জানাতে ও তাদের আত্মবিশ্বাস বাড়াতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকা নেবেন কি-না তা এখনো নিশ্চিত করেনি হোয়াইট হাউজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ