বছর শেষে ভারতের রাজধানীতে ধীরে ধীরে কমছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৩৩ জন। দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘মনে হয়, দিল্লিতে আমরা করোনাভাইরাসের তৃতীয় সংক্রমণের ঢেউ নিয়ন্ত্রণে আনতে পেরেছি’। দিল্লিতে করোনায় অ্যাকটিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১২ হাজার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
অনলাইন ব্রিফিংয়ে মুখ্য়মন্ত্রী বলেন, নভেম্বরে দৈনিক সংক্রমণ ৮ হাজার ৬০০-র কাছাকাছি ছিল। তখনও আতঙ্কের পরিবেশ ছিল না। হাসপাতালে বেড ছিল। আমরা সকলে মিলে লড়াই করেছিলাম। আজ নতুন করে ১৩৩৩ জন আক্রান্ত হয়েছে। যা এখনও পর্যন্ত দিল্লিতে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ। গত ১১ নভেম্বর দিল্লিতে একদিনে ৮৫৯৩ জন আক্রান্ত হয়েছিলেন, যা ছিল সর্বাধিক।
কেজরিওয়াল বলেন, দিল্লির পরিস্থিতির উন্নতি হয়েছে। তার কথায়, দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টি করছি না। সমস্ত প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। কোভিড যোদ্ধা, সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়াই চালাচ্ছেন, তাদের সম্মান জানান তিনি। সহযোগিতার জন্য কেন্দ্র সরকার, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক