চট্টগ্রামে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৬৫ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৭৯৩ জন।
সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৬৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ২৬৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৮ জন এবং উপজেলায় ২৭ জন।
বিডি প্রতিদিন/এমআই