যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ অধিদফতরের উপদেষ্টা কমিটি মর্ডানা উদ্ভাবিত করোনা টিকার নতুন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা করছেন। টিকা গ্রহণকারী তিন ব্যক্তির শরীরে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। ওই তিনজন ফেসিয়াল ফিলার করিয়েছিলেন।
মুখের নানা অংশে বয়সের ছাপ লুকাতে, নির্দিষ্ট মানদণ্ডের সৌন্দর্য পেতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ কেমিক্যাল ফেসিয়াল ফিলার করে থাকেন।
প্লাস্টিক সার্জন ডা. আমির কারাম বলেছেন, ফেসিয়াল ফিলার করা ব্যক্তিদের মুখ ফুলে গেছে মর্ডানার টিকা গ্রহণের পর।
৩০ হাজার ব্যক্তির ওপর মর্ডানার টিকা প্রয়োগ করা হয়েছে। তিনজনের শরীরে এ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
ওই তিনজনের একজন দুই সপ্তাহ আগে, আরেকজন ছয়মাস আগে ফেসিয়াল ফিলার করিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা