করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে এবং কঠোর লকডাউন এড়াতে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী।
ইতোমধ্যে দেশটির সরকার ২৮ টি প্রদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। সেইসঙ্গে জনগণকে আহ্বান করা হয়েছে, ঘরে থেকে কাজ করতে, জনসমাগম এড়াতে।
থাই প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার সোমবার বলেছেন, কঠোর ব্যবস্থায় সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে সরকার জ্ঞাত রয়েছে। আমরা দেশজুড়ে লকডাউন চাই না, কারণ আমরা জানি সমস্যাগুলো। তাই আপনারা সবাই নিজেকে লকডাউন করতে পারেন?
প্রাউত চান-ওচার আরো বলেছেন, এটা আপনাদের সবার ওপর নির্ভর করছে। আমরা যদি সংক্রমণ হতে না চাই তাহলে আর ১৪ থেকে ১৫ দিন ঘরে থাকি। আপনারা যদি একই রকম ভাবছেন তাহলে সবকিছু নিরাপদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ