সিঙ্গাপুরে কভিড কনট্যাক্ট ট্রেসিং প্রযুক্তিতে যুক্ত হয়েছেন দেশটির ৮০ ভাগ মানুষ। সম্প্রতি দেশটির সরকার ঘোষণা দিয়েছে, অপরাধমূলক তদন্তে পুলিশ ওই প্রযুক্তি থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করতে পারবে। এতে এ প্রযুক্তিকে ঘিরে গোপনীয়তা লঙ্ঘনের শঙ্কা তৈরি হয়েছে। খবর গার্ডিয়ানের।
সিঙ্গাপুরে কভিড কনট্যাক্ট ট্রেসিং প্রযুক্তি ফোন অ্যাপ ও ফিজিকাল ডিভাইসে সংযুক্ত করে দেওয়া হয়েছে। শপিং মলসহ বিভিন্ন স্থানে প্রবেশে এটি বাধ্যতামূলক করার পর এটির ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বলেছেন, সিঙ্গাপুরের পুলিশকে ক্ষমতা দেওয়া হলো... তারা ট্রেস টুগেদার (TraceTogether) এর মাধ্যমে সংগৃহীত সব তথ্য অপরাধ তদন্তের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে।
ট্রেস টুগেদার (TraceTogether) এর ওয়েবসাইটে গোপনীয়তার বিষয়ে বলা হয়েছে, শুধু করোনা পজিটিভ ব্যক্তিকে চিহ্নিত করতে এ প্রযুক্তি ব্যবহার করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা