যুক্তরাজ্যে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) দেশটিতে ১ হাজার ৩২৫ জন মানুষ প্রাণ হারিয়েছে, যা মহামারী শুরুর পর থেকে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। খবর বিবিসির।
এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোহ প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৩৩ জনে।
এই সময়ে দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৫৩ জন। এ নিয়ে যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪৭২ জন।
বিডি প্রতিদিন/কালাম