বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান।
মৃত ব্যক্তির নাম মজিদা খাতুন (৭৫)। তিনি দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।
এদিকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপসাতালের আরপিসিআর ল্যাবে ক্রটির কারণে চারদিন ধরে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না।
জিন এক্সপার্ট মেশিনে সীমিত আকারে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা নমুনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন। এতে সাধারণ মানুষের চরম সমস্যা সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই