১৭ জানুয়ারি, ২০২১ ১৬:২৭

সিলেট বিভাগে করোনায় সুস্থতার হার বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট বিভাগে করোনায় সুস্থতার হার বাড়ছে

প্রতীকী ছবি

সিলেট বিভাগে রবিবার (১৭ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে করোনায় আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতা। করোনাভাইরাসে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭২। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৮, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ জন। এর মধ্যে সিলেটে ৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ ও হবিগঞ্জে আরও একজন আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, রবিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৭৬৭, এর মধ্যে সিলেট জেলায় ৯৩৫৪, সুনামগঞ্জে ২৫২৬, হবিগঞ্জে ১৯৭৫ ও মৌলভীবাজার জেলায় ১৯১২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সিলেটে সুস্থ হয়ে উঠেছেন ১৬জন।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর