বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে। এই গাইডলাইনে মূলত করোনা আক্রান্তদের চিকিৎসা পদ্ধতি বলা হয়েছে। করোনা থেকে সেরে ওঠার পরেও কি করতে হবে সেই কথাও বলা হয়েছে এই নয়া গাইডলাইনে।
সংস্থাটি জানিয়েছে, কোভিডে আক্রান্তদের মধ্যে বাড়িতে থেকেই চিকিৎসা হচ্ছে তাদের সঙ্গে যেন অবশ্যই অক্সিমিটার থাকে। কারণ এটা সঙ্গে থাকলে কিছু সময় অন্তর ওই আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা জানা যাবে। পাশাপাশি যদি কোনও সময়ে কোনও আক্রান্তের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় তাহলে তা দ্রুত জানা যাবে। দরকার পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা যাবে।
সংস্থাটি আরও বলছে, যারা চিকিৎসা করছেন তারা যেন রোগীদের সবসময় সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে তাদেরকে বিছানায় শোয়ান। কারন এতে দেখা গেছে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ