মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
রবিবার সকাল ১১টায় নিজে টিকা নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে টিকা দানের শুভ উদ্বোধন করেন এবং জনগণকে এ টিকা নিতে আহ্বান করেন তিনি।
করোনার টিকা উদ্বোধনকালে তিনি তার বক্তব্যে মহান আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শীতায় ও সময়োপযোগী পদক্ষেপের কারণে মহামারী করোনাভাইরাস থেকে দেশবাসী রক্ষা পেয়ে আসছেন।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলায় প্রথমবার ৪৮ হাজার টিকা দেয়া হবে। এর মধ্যে লৌহজং উপজেলায় ৫ হাজার ২৮৭ জনকে টিকা দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েবসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন