২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:০৫

ভারতে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা, নতুন আক্রান্ত ১৬৭৫২

অনলাইন ডেস্ক

ভারতে আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা, নতুন আক্রান্ত ১৬৭৫২

প্রতীকী ছবি

ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যা ছিল ১৬ হাজার ৪৮৮ জন। করোনায় মৃতের সংখ্যা অবশ্য বাড়েনি। শনিবার এবং রবিবার দু’দিনই গড়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে। তবে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা বেড়েছে বেশ খানিকটা। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস মোট ১ লাখ ৬৪ হাজর ৫১১।

গত কয়েকদিন ধরে ফের ভারতের করোনা চিত্রে উদ্বেগ বাড়িয়েছে ভাইরাসের নতুন ভারতীয় স্ট্রেন। এই স্ট্রেন আরও বেশি সংক্রামক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানে একটা বিষয় স্পষ্ট হলো, নতুন স্ট্রেনের দাপট সামলে সুস্থ হয়ে উঠতে অতিরিক্ত সময় লাগছে। গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৭১৮ জন রোগী করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার এই সংখ্যা ছিল আরও বেশি ১২ হাজার ৭৭১ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৭৩১। করোনার ছোবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ কোটি ৭ লাখ ৭৫ হাজার ১৬৯ জন।

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর