২ মার্চ, ২০২১ ১৮:৫৫

গেল ছয় দিনে করোনায় মৃত্যু নেই যেসব বিভাগে

অনলাইন ডেস্ক

গেল ছয় দিনে করোনায় মৃত্যু নেই যেসব বিভাগে

করোনায় মারা যাওয়া এক ব্যক্তির জানাজা। ফাইল ছবি

বাংলাদেশে গত ছয়দিনে করোনাভাইরাসে একজনেরও মৃত্যু হয়নি এমন বিভাগের সংখ্যা ছয়টি। এই ছয় দিনে শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির প্রাপ্ত তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। 

পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ জন ও চট্টগ্রাম বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৭ জন। গত ২৫ ফেব্রুয়ারি মোট পাঁচজনের মৃত্যু হয়। তাদের মধ্যে ঢাকায় দুই জন, চট্টগ্রামে তিনজন। ২৬ ফেব্রুয়ারি ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে চারজন। ২৭ ফেব্রুয়ারি পাঁচজনের মৃত্যু হয়। তাদের মধ্যে ঢাকায় চারজন, চট্টগ্রামে একজন। আর ২৮ ফেব্রুয়ারি মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকায় পাঁচজন, চট্টগ্রামের তিনজন ছিলেন। ১ মার্চ মোট আটজন মারা যান। তাদের মধ্যে ঢাকায় চারজন, চট্টগ্রামে চারজন। সর্বশেষ আজ ২ মার্চ সাতজন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় তিনজন ও চট্টগ্রাম বিভাগের চারজন আছেন।

গত ছয় দিনে মৃত্যু হয়নি যেসব বিভাগে

>> ময়মনসিংহ

>> রাজশাহী

>> বরিশাল

>> খুলনা

>> রংপুর

>> সিলেট

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছেন ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪২৩ জনে। এ ছাড়া ওই ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হন ৫১৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগী বেড়ে দাঁড়াল ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জনে। এদিন সুস্থ হয়েছেন ৮৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর