গোটা বিশ্বেই ক্রমে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনাভাইরাস। করোনার নতুন স্ট্রেনের কারণে এই পরিস্থিতি। পরিস্থিতি এমনই যে, আবারও লকডাউনের পথে হাঁটতে চলেছে ইতালি।
জানা গেছে, আগামী সোমবার (১৫ মার্চ) থেকে ইতালির রাজধানী রোম থেকে বাণিজ্যিক রাজধানী মিলানের মতো বহু শহরেই কড়া হচ্ছে নিষেধাজ্ঞা। দ্রুতই ইতালি জুড়েই লকডাউন শুরু হয়ে যাবে। ইস্টারের সময় গোটা ইতালিবাসীকে ফের ঘরবন্দি থাকতে হবে।
ইতালিতে করোনায় দৈনিক সংক্রমণ ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে গত কয়েকদিন ধরেই। ফলে মানুষের মনে ফের ফিরতে শুরু করেছে আতঙ্ক। প্রসঙ্গত, গত বছর ইউরোপের মধ্যে প্রথম ইতালিতেই করোনার প্রকোপ শুরু হয়। হু হু করে বাড়তে থাকে সংক্রমণ। মারা যান বহু মানুষ। সেই আতঙ্কই যেন নতুন করে ফিরে আসছে ইতালিতে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত