ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নতুন করে আরো তিনজনের শরীরে করোনা আক্রান্ত হওয়ার সত্যতা মিলেছে। তবে ওই তিনজন প্রথম ডোজ নিয়েছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলা করোনা ভেকসিন দেওয়ার পরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি গত ২৫ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ গ্রহণ করেন। এর কিছুদিন পরই তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। পরে ১৬ মার্চ নমুনা পরীক্ষার পর করোনাভাইরাসে শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়। বতর্মানে ওই তিনজন নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
আরো জানা গেছে, গত বছরের ১৮ মার্চ মালয়েশিয়া থেকে আসেন শাহালম নামে এক প্রবাসী। ৪ এপ্রিল শরীরে জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। পরে ৭এপ্রিল করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান। এ নিয়ে নাসিরনগরে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১৪জন। মারা গেছে একজন। বেশ কিছুদিন ধরে নাসিরনগরে করোনা আক্রান্তের সংখ্যা ছিলো শূন্য। নমুনা দিতে আসা লোকজনের সংখ্যাও ছিলো কম।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় বলেন, নাসিরনগরে একজন প্রথম ডোজ নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার