মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজনের বাড়ি কালাপুর ইউনিয়নে। বয়স (৫৪) পুরুষ। অন্যজন শহরের ক্যাথলিক মিশন সড়কে। বয়স (৩৮) মহিলা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, রবিবার রাতে সিলেট ল্যাব থেকে তাদের দুজনের নমুনা পরিক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। গত ২০ মার্চ তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। তিনি জানান, দ্বিতীয় ধাপে এই প্রথম দুইজন করোনা আক্রান্ত হলেন।
বিডি প্রতিদিন/আল আমীন