নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার পিসিআর ল্যাব মেশিন ত্রুটির কারণে বন্ধ রয়েছে। সোমবার সকালে হঠাৎ করেই পিসিআর মেশিনটি বিকল হয়ে যায়। বিকেলে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার রিপোর্ট না পাওয়ায় রোগী ও তার স্বজনরা উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে লকডাউনের আগেই কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছিল। গত বছরের ৬ মে পিসিআর ল্যাবটি যাত্রা শুরু করে। সেই থেকে এই ল্যাবে প্রতিদিন কমপক্ষে ৩টি সেটআপে প্রায় ২৭০টি নমুনা পরীক্ষা করা হচ্ছিল।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলো অ্যাম্বুলেন্সে করে রূপগঞ্জে গাজী পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। আগামীকালের মধ্যে রিপোর্ট পেয়ে যাবে। মেশিন নষ্টের বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। আশা করা যাচ্ছে মঙ্গলবার এর সমাধান হবে।’
প্রসঙ্গত সোমবার সকাল ৮টা পর্যন্ত ৮১ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করে ৯ হাজার ৩৭৩ জন কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। যার মধ্যে মারা গেছে ১৬২ জন ও সুস্থ হয়েছে ৮ হাজার ৮০৮ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার