রাজশাহী বিভাগে একদিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ৮৫ জন হয়েছে। গত ডিসেম্বরের পর একদিনে এত বেশি রোগী এ বিভাগে শনাক্ত হয়নি। বুধবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য দফতরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার বিভাগের রাজশাহীতে ৪২ জন, নওগাঁয় একজন, বগুড়ায় ২৮ জন, সিরাজগঞ্জে তিনজন, পাবনায় সাতজন এবং নাটোরে চারজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এদিন বিভাগের ৮০ জন করোনা রোগী সুস্থও হয়েছেন। এদের মধ্যে ৬৮ জনেরই বাড়ি পাবনা। এছাড়া ১০ জনের বাড়ি রাজশাহী এবং দুইজনের বাড়ি বগুড়া। বুধবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে ২৪ হাজার ৬৮০ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬১ জন কোভিড-১৯ রোগী।
রাজশাহী ডিসেম্বর-জানুয়ারিতে যেখানে আক্রান্তের হার ছিল সিঙ্গেল ডিজিটে, ফেব্রুয়ারিতে তা চলে আসে দুই সংখ্যায়। মার্চে আক্রান্ত যেনো রেকর্ড ভাঙছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের হার। মার্চের শুরু থেকে পরীক্ষার হার বেড়েছে। আগে দুই শিফটে নমুনা পরীক্ষা করা হলেও এখন চার শিফটে পরীক্ষা হচ্ছে। আর এতেই রোগী শনাক্তের হার বেড়েছে কয়েকগুণ। রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজী বিভাগের প্রধান ডা. সাবেরা গুল নাহার জানান, প্রতিদিনই শনাক্তের হার বাড়ছে। বিশেষ করে গত এক সপ্তাহে আক্রান্তের হার বেশি।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, নভেম্বর-ডিসেম্বর মাসে করোনা রোগীদের জন্য বিশেষায়িত ওয়ার্ড ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছিল। রোগী বাড়তে থাকায় এখন আবার নতুন করে আগের ব্যবস্থায় ফিরছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এখন হাসপাতালের করোনা রোগীদের জন্য কোনো আইসিইউ ও বেড ফাঁকা নেই। নতুন রোগী ভর্তি করার মতো পরিস্থিতি নেই হাসপাতালে।
বিডি প্রতিদিন/হিমেল