ঝিনাইদহে ২য় ধাপে নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ২২টি ফলাফলের মধ্যে ১০ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এপর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬৪ জন। আক্রান্ত এলাকাগুলি হলো ঝিনাইদহ সদরের চাকলাপাড়া, মহেশপুর উপজেলার মোল্লাপাড়া, হামিদপুর, কোটচাঁদপুর উপজেলা রুদ্রপুর, কাশিপুর, কামারকুন্ড, সাফব্দারপুর ও দয়ারামপুরে-(৩জন)। বাকি এলাকার গ্রামগুলিতে ১জন করে আক্রান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন