বিশ্বজুড়ে তাণ্ডব থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের। এই ভাইরাসের প্রকোপে বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) আরও ৮ হাজার মানুষের প্রাণ হারিয়েছে। এতে করোনা মহামারীতে মোট প্রাণহানি ৩৯ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গেছে।
আবারও দৈনিক মৃত্যু-সংক্রমণ বেড়ে চলেছে ব্রাজিলে। বৃহস্পতিবার দু’হাজারের বেশি মানুষ মারা গেছেন লাতিন দেশটিতে। শনাক্ত হয়েছে ৭৩ হাজারের কাছাকাছি সংক্রমণ।
চারদিন পর আবার দৈনিক সর্বনিম্ন মৃত্যু ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৬৫ জন; ৫১ হাজার মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
বৃহস্পতিবার ৩২৯ জনের মৃত্যু লিপিবদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে লাতিন দেশ কলম্বিয়ায় হঠাৎই দৈনিক মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭শ’র কাছাকাছি। আর্জেন্টিনায় সংখ্যাটি সাড়ে চারশ’।
এদিকে, একদিনে ৫৬৮ জনের মৃত্যু দেখল রাশিয়া। দেশটিতে বাড়ছে করোনার বিস্তারও।
গত ২৪ ঘণ্টায় ৪ লাখের কাছাকাছি মানুষের দেহে মিলেছে করোনা। মোট শনাক্ত ১৮ কোটির ওপর।
বিডি প্রতিদিন/কালাম