২৯ জুলাই, ২০২১ ১৭:৪৮

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৯, মৃত্যু ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৯, মৃত্যু ৩

প্রতীকী ছবি

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় ৩৫৯ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের। তাদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ রয়েছেন। এ ছাড়া শহরের সাতপাই এলাকায় বাসায় চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ বছর বয়সী এক নারী করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৭৮ জন।

২৪ ঘণ্টায় শনাক্তদের মাঝে ৭৪ জন পুরুষ ও ৩৫ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ল্যাবে ১৩৩টি নমুনা পরীক্ষায় ৩০ জন শনাক্ত হয়েছেন। জেলায় জিন এক্সপার্ট টেস্টে চারজনের মধ্যে দুইজন শনাক্ত হয়েছেন। জেলায় র‌্যাপিড টেস্ট ২২২ জনের মধ্যে ৭৭ জন শনাক্ত। এর মধ্যে সদরে ২৮ জন, মোহনগঞ্জে ২৯, কেন্দুয়ায় ৫, দুর্গাপুরে ১০, মদনে ১৬, খালিয়াজুরীতে ৩, বারহাট্টায় ১০, পূর্বধলায় ৪ ও কলমাকান্দায় ৪ জন।

এ পর্যন্ত পরীক্ষাগারে ২৪,৭৬৩টি নমুনার মধ্যে রিপোর্ট এসেছে ২৩,৯৬৩ টির। জেলায় শনাক্ত মোট ৩,২৯৩ জন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৭৯২ জন।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

সর্বশেষ খবর