১ আগস্ট, ২০২১ ১৫:৪৮

রংপুর বিভাগে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বিভাগে করোনায় মৃত্যু 
ও শনাক্ত বেড়েছে

রংপুর বিভাগ করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায়  নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৯ জন। আগের দিনের তুলনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই বেড়েছে। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত রংপুরে ৬ জন, ঠাকুরগাঁওয়ে ৬ জন, দিনাজপুরে ২ জন, নীলফামারীতে ১ জন, পঞ্চগড়ে ১ জন,কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে মৃত্যু বরণ করেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩৬ জনে।

এর মধ্যে রংপুরে ২০৬ জন, দিনাজপুরে ২৭০ জন, ঠাকুরগাঁওয়ে ১৮২, নীলফামারীতে ৬৭, পঞ্চগড়ে ৫৮, লালমনিরহাটে ৫৫, কুড়িগ্রামে ৫৪ ও গাইবান্ধায় ৪৪ জন মৃত্যু বরণ করেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৮ জন । ২ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষা করে  রংপুরে ১৬৫ জন, কুড়িগ্রামে ৯০ জন, দিনাজপুরে ৯৪ জন, লালমনিরহাটে ৩৮ জন, গাইবান্ধায় ৫১ জন, ঠাকুরগাঁওয়ের ১০৭ জন ও নীলফামারীতে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ১৮ হাজার ৮১১ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ হাজার ৮৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৩১ শতাংশ।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর