নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ল্যাবে ১৫২টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়। জেলায় ৩ জনের জিন এক্সপার্ট টেষ্টে একজন শনাক্ত হয়েছেন। জেলায় ১২৮ জনের র্যাপিড টেষ্টে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪০ জন পুরুষ ও ২৫ জন নারী।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, পুর্বধলায় ২ জন, বারহাট্টায় ৫ জন, আটপাড়ায় ৩ জন, মদনে ২ জন, কেন্দুয়ায় ৬ জন, দুর্গাপুরে ১২ জন , মোহনগঞ্জ ও কলমাকান্দায় একজন রয়েছেন।
এ পর্যন্ত পরীক্ষাগারে ২৭ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষার মধ্যে ২৬ হাজার ৯৮৬টির রির্পোট পাওয়া গেছে। জেলায় মোট ৪০২১ জন শনাক্ত হয়েছেন এ পর্যন্ত। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৬৬ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত