গোপালগঞ্জে পানিতে ডুবে রায়হান শেখ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান শেখ বলাকইড় গ্রামের উত্তরপাড়ার সৌদি প্রবাসী একলাছ মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই ফয়জুর রহমান পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের অজান্তে বলাকইড় গ্রামে বাড়ির পাশের জামিয়া আবুব্কর সিদ্দিকী মাদ্রাসার পুকুরে পানিতে অসাবধানতা বসত রায়হান পড়ে তলিয়ে যায়। মাদ্রাসার শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে গোসল করতে পুকুরে নামে। তাদের পায়ে মরদেহর মত কিছু অনুভব করে । তারা সেটি উঠিয়ে শিশু রায়হান বলে সনাক্ত করে । শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসাপালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসক জানান। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম