ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ জন।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান,ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় দুইজন মারা গেছেন। সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ৪৭ ও আইসোলেশনে ২২ জনসহ জেলার ৬টি উপজেলায় মোট ভর্তি ৯৩ জন।
সোমবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ৩০০ নমুনার ফলাফলের মধ্যে ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৩৩ ভাগ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২৪৩ জনে। এ পর্যন্ত করোনার সাথে লড়াই করে নতুন ১২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ১৯৬জন। এ নিয়ে সরকারি হিসাবে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৮জন। এরমধ্যে বেশি মৃত্যু হয়েছে সদর উপজেলাতে ১৮১,শৈলকূপায় ১৭,কালীগঞ্জে ১০,কোটচাদপুরে ৫,হরিনাকুন্ডে ৮ ও মহেশপুরে ৭ জন।
বিডি প্রতিদিন/কালাম